বাংলাদেশে যে এইরকম সুমিষ্ট ও রসালো কমলা হয় আগে কখনো ভেবে থাকলেও এতটা ভাবিনি। যদিওবা রাও ফার্ম ফ্রেশ ইতিমধ্যে দার্জিলিং কমলার বাগান করেছে। হয়তোবা গাছে কমলা হতে এখনো দুই বছর সময় লাগবে অপেক্ষায় আছি কবে এইরকম ফলন হবে। এটা সত্যি অসাধারণ দেখে চোখ জুড়িয়ে যায় বাংলাদেশে এইরকম কমলা চাষ হচ্ছে এটা অনেকে বিশ্বাস করতে চায় না। গত কয়েকদিনে অনেকগুলো ছবি শেয়ার করেছিলাম অনেকে বলেছিল এটা কি রিয়েল আবার অনেকে বলেছিল এভাবে কি বাংলাদেশে কমলা হয়। আজ তার উত্তর দেই জ্বী হ্যাঁ বাংলাদেশেই দার্জিলিং কমলার চাষ হয়। শুধু চাষ হয় না এটা মানে ও গুনে বিদেশি কমলার চেয়ে কয়েক গুণ ভালো। অনেকে প্রশ্ন করে থাকেন বাংলাদেশে কমলা চাষ হয় তবে কমলা বিদেশি কমলার মত হয় না আবার অনেকে প্রশ্ন করে থাকেন বাংলাদেশে কমলা হলেও টক হয় এটা আমি এখন আর বিশ্বাস করি না সোনার বাংলাদেশে সত্যিই সুমিষ্ট ও রসালো স্বাদের কমলার চাষ হয়।
এই পোস্টটি কাউকে বাগান করার জন্য প্রমোট করা হয়নি। বাগানে সরাসরি গিয়ে দেখে আমি আমার অনুভূতিগুলো তুলে ধরেছি মাত্র।